রবিবার::২১:০৫:২০১৭
নাচোল উপজেলার নেজামপুরে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় হেলথ্ ভিজিটরদের কর্মকান্ডের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ৫ দিন ব্যাপী “স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ” এর উদ্ধোধন করা হয়। আজ সকালে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুদ্দিন, নেজামপুর ইউনিয়নের ইউপি আবুল কালাম, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিন, ইউনিট ব্যবস্থাপক আরাফাত কামরুজ্জামানসহ অন্যরা।
এদিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের প্রয়াসের ইউনিট-১০ একই বিষয়ে ৫দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সদর অঞ্চলের সমন্বয়কারী নাসির উদ্দিন, ইউনিট ব্যাবস্থাপক ইমরান আলী, ইউনিয়ন সমন্বয়কারী রবিউল ইসলাম, স্বাস্থ্য সহকারী রুহুল আমিনসহ অন্যরা। প্রশিক্ষণ কর্মশালা প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণ কর্মশালাটি বাস্থবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।