বৃহস্পতিবার ০২.০৩.২০১৭
নাচোলে ৭টি ককটেলসহ এক ব্যক্তিকে আটক করেছে নাচোল থানাপুলিশ। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার হাজারী ডাঙ্গা গ্রামের মৃত ডা. ওয়াজ আলীর ছেলে। এ ব্যাপারে নাচোল থানার ওসি ফাছির উদ্দিন জানান, গতরাতে ৮ থেকে ১০ জনের একটি দল নেজামপুর রেল স্টেশন পাড়া সংলগ্ন আম বাগানে গোপন বৈঠক করার সময় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও নাজমুল হককে ৭টি ককটেলসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। তিনি আরও জানান আটককৃত ব্যক্তিকে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।