বৃহস্পতিবার ঃঃ ১৫.০৬.২০১৭
নাচোলে ৪টি চোরাই মহিষ উদ্ধারসহ ১ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নাচোল থানার ওসি ফাছির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে উপজেলার কসবা ইউপির বর্দ্ধায়চন্ডীপুর গ্রামের মৃত আমজাদ আলির ছেলে মুনজুর আলির বাড়িতে অভিযান চালিয়ে চোরাই মহিষগুলি উদ্ধার করা হয় এবং জড়িত সন্দেহে বাড়ির মালিক মুনজুর আলিকে আটক করা হয়েছে। ওসি আরও বলেন, প্রাথমিক ভাবে জানতে পেরেছেন উদ্ধার হওয়া মহিষগুলি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নারায়ণপুর ইউপির জহরপুর গ্রামের জহুর আলীর ছেলে আসামুদ্দিনের ২টি ও আব্দুস সালামের ছেলে আব্দুল হালিমের ২টি মহিষ গত রবিবার দিবাগত রাতে চুরি হয়। এদিকে, মহিষ চুরির ঘটনায় মহিষের মালিক আসামুদ্দিন ও আব্দুল হালিম বাদি হয়ে ১২জুন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডাইরি দায়ের করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত মহিষ চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।