শুক্রবার::৩০:০৬:২০১৭
চাঁপাইনবাবগঞ্জে ১৬২তম সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দিনব্যাপী বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র জাতিস্বত্তার মানুষেরা শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেন। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নাচোল আদিবাসী একাডেমীর উদ্যোগে বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। নাচোল আদিবাসী একাডেমীর সভাপতি যতিন হেমব্রমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ইউএনও মুহাম্মদ নাজমুল হক, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমুসহ অন্যান্যরা।
অন্যদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁর নিয়ামতপুর উপজেলার আঘোর বালাতৈরে সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন কমিটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …