নাচোলে ১০৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার :: ১৩.০৩.২০১৮

নাচোলে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, আজ গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এসআই রেজাউল করিম ও এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নেজামপুর ইউপির ঝিনাইপুকুর এলাকায় অভিযান চালিয়ে টিপু সুলতান ওরফে খালেককে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সে সদর উপজেলার ঝিলিম ইউপির আমনুরা কলেজ পাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে। আটক টিপু সুলতান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …