রবিবার :: ০৪.০৩.২০১৮
নাচোলে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কাজে কর্মরত দুস্থ নারী কর্মীর মাঝে ১৪লাখ ৮০হাজার টাকার চেক ও কর্মদক্ষতার সনদ বিতরণ করা হয়েছে। নাচোল উপজেলা এলজিইডির বাস্তবায়নে আরই আরএমপি-২ কর্মসূচীর আওতায় নিয়োজিত ৪০জন দুস্থ নারী কর্মীদের মেয়াদ পূর্তিতে ২০১৫/১৬ অর্থ বছরের সঞ্চয়কৃত এই চেক ও কর্মদক্ষতার সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২,আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। ্ছাড়াও উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ অন্যান্যরা। শেষে অতিথিবৃন্দ কর্মসূচীর সুবিধাভোগী মহিলাদের প্রত্যেকের মাঝে ৩৭ হাজার টাকার চেক ও সনদ বিতরণ করা হয়।