নাচোলে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত আহত ৪।

সোমবার ঃঃ ১৩.০৩.২০১৭

 

নাচোলে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক আব্দুল বারেকের পিতা এজাবুল হক। আজ দুপুরে নাচোল থেকে রহনপুরগামী যাত্রীবোঝাই একটি নসিমন উপজেলার কসবা ইউপির চন্দনা এলাকায় টার্নিং নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই নসিমনের ৫জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে নাচোল উপজেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে নাচোল উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক বারেক আলীর পিতা এজাবুল হককে আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গোদাগাড়ী এলাকায় তার মৃত্যু হয়। নাচোল থানার ওসি ফাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …