নাচোলে স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্বাস্থ্য ফোরামের সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এ সভার আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন- নেজামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সভা সঞ্চালনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক এবং নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম নিয়ে আলোচনা করেন- বাংলাদেশ হেলথ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আসমা আকতার।
এসময় আরো উপস্থিত ছিলেন- নেজামপুর ইউপি সদস্য এবং নেজামপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সদস্য রেবিনা খাতুন, বেরাফুল বেগম ও গুলবাহার বেগম; নেজামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও ডা. নবিউল ইসলাম, এফপিআই বুদ্ধদেব বর্মন, এফডব্লিউভি বৃষ্টি রানী, ফার্মাসিস্ট মেহেদী হাসান, এইচএ মফিজুল ইসলাম; নেজামপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিষ্ণু বর্মণ ও এফডব্লিউএ দেবশ্রী বর্মন; প্রয়াসের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম ও সেলিম রেজা, জুনিয়র অফিসার মৌটুসী চৌধুরী, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মনসহ স্বাস্থ্য অধিকার ফোরামের অন্যান্য সদস্য।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top