শুক্রবার ঃঃ ১০.০২.২০১৭
নাচোলে ৬ বছর পর এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনিরুলকে আটক করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার ওসি ফাছির উদ্দিন জানান, আটক মনিরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন থেকে পলাতক আসমি ছিল। সে উপজেলার পাথিরাচন্ডি জোড়াপুকুর গ্রামের মৃত ইয়াশিন আলীর ছেলে বলে জানা গেছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে, থানার এসআই জাহাঙ্গির হোসেন ও এ এস আই হাসান অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আসামি মনিরুল ইসলামকে আজ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।