নাচোলে র‌্যাবের অভিযানে ২০২৫ লিটার চোলাইমদসহ ২ জন গ্রেপ্তার

নাচোল উপজেলায় ২ হাজার ২৫ লিটার চোলাইমদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর (মধ্যবাজার) গ্রামের লবীন মুরমুর ছেলে সুনীল মুরমু, ভাঙ্গী মুরমুর ছেলে কবিরাজ মুরমু। গত শনিবার বেলা পৌনে ১১টা থেকে ১২টা পর্যন্ত আটককৃতদের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে চোলাইমদসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর মধ্যবাজার গ্রামে সুনীল মুরমু ও কবিরাজ মুরমুর বাড়িতে পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে চোলাইমদ প্রস্তুত করার সময় ২ হাজার ২৫ লিটার চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন উপরকরণসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top