নাচোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত

নাচোলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জিয়াউর রহমান নামে এর চালক নিহত হয়েছে। নিহত জিয়াউর নাচোলে কালইর কাঁঠালপাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে। আজ দুপুরে নাচোলের চৌপুকুরিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান  জানান, জিয়াউর নাচোল থেকে কালইর যাবার পথে চৌপুকুরিয়া এলাকায় সড়কের ধারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা জিয়াউরকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top