সোমবার :: ১৮.০৯.২০১৭
নাচোলে চোরাই মটরসাইকেলসহ এক ব্যক্তি আটক হয়েছে। আজ সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রীনভিউ স্কুল মাঠ থেকে একটি মটরসাইকেলের হ্যান্ডেল লক খুলে নিয়ে পালানোর সময় এর মালিক ওই বিদ্যালয়ের শিক্ষক টের পেয়ে চিৎকার দিলে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয়রা ধাওয়া দিয়ে মটরসাইকেলসহ এক জনকে আটক করলেও অপর এক সহযোগী পালিয়ে যায়। আটককৃত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের অসীম। অপর পলাতক ব্যক্তি একই গ্রামের নাম অসিম। নাচোল থানার ওসি তদন্ত মাহতাব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের হাতে মটরসাইকেল চোর আটক হওয়ার খবর পেয়ে এসআই হিরক-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মটরসাইকেলসহ চুরির সাথে জড়িত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে মটরসাইকেলের মালিক তানোর উপজেলার বিল্লিগ্রামের বজলুর রহমারনর ছেলে আব্দুর রউফ বাদী হয়ে দু’জনকে আসামী করে চুরির মামলা দয়ের করেছেন।