সোমবার :: ১১.০৯.২০১৭
নাচোলে অপহরণের এক দিন পর বুদ্ধির জোরে রক্ষা পেল এক শিক্ষার্থী। অপহরণের শিকার আব্দুল কাদির নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চবিদ্যালয়ে ৯ম শ্রেণীর শিক্ষার্থী। সে কসবা ইউনিয়নের তিলহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পারিবারিকসূত্রে জানাগেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আব্দুল কাদিরের পেটের ব্যথা হলে বাজারের একটি ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে সেবনের পর বিদ্যালয়ে ফিরার পথে অজ্ঞাত ৫ব্যক্তি তার মুখ চেপে ধরে মাইক্রোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আজ সকালে অপহরণকারীরা ঢাকার একটি অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখে আব্দুল কাদিরকে তার পিতার মোবাইলে কল দিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা পাঠানোর জন্য বলে। পরে সকাল ১০টার দিকে মুক্তিপণের টাকার জন্য ঢাকার মতিঝিল থানার কমলাপুর রেলষ্টেশন এলাকায় একটি টেলিকম বিকাশের দোকানে কাদিরকে রেখে অপহরণকারীরা আশেপাশের নিরাপদস্থানে অবস্থান নেয়। এ সুযোগে আব্দুল কাদির দোকান মালিককে জানায় তাকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণের টাকা নেয়ার জন্য তাকে এখানে আনা হয়েছে। এসময় বিকাশের দোকান মালিক গোপনে মতিঝিল থানা পুলিশকে জানায়। এদিকে, অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয়। পরে মতিঝিল থানা পুলিশ অপহরণের শিকার আব্দুল কাদিরকে বিকাশের দোকান থেকে উদ্ধার করে থানা হেফাজতে রেখে নাচোল পুলিশকে অবহিত করে। এ ব্যাপারে নাচোল থানার ওসি তদন্ত মাহতাব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরণকারীদেরকে সনাক্ত করা যায়নি তবে ভিকটিমকে আনার জন্য এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকার মতিঝিল থানায় পাঠানো হয়েছে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …