বুধবার ঃঃ ১৫.০৩.২০১৭
নাচোলে বিএমডিএ কর্তৃক ১২লক্ষ ৫০হাজার টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ সুপেয় খাবার পানীয়জল সরবরাহ আন্ডারগ্রাউন্ড পাইপলাইন এবং ওভারহেড ট্যাঙ্কের উদ্বোধন করা হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস সুপেয় খাবার পানি সরবরাহ এ প্রকল্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, বিএমডিএ নাচোল জোনের সহকারি প্রকৌশলী শাহ মোহাম্মদ মুঞ্জুরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী আব্দুল মান্নানসহ অন্যান্যরা। উল্লেখ্য, উপজেলার ৩নং নাচোল ইউপির ভাতসা গ্রামের ২শ’ পরিবারের ২ হাজার লোকের সুপেয় খাবার পানির দুষ্প্রাপ্যতা রোধে ১২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৮শ’ ফিট আন্ডারগ্রাউন্ড পাইপলাইন এবং ওভারহেড ট্যাঙ্ক স্থাপনের এ প্রকল্পটি বাস্তবায়ন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।