বুধবার::০৮.০২.২০১৭
নাচোলে ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালইর বাজার ঢাকা বাস কাউন্টারের সামনে থেকে ১শ’ ৮৪ বোতল ফেন্সিডিলসহ আজিজুল হক নামে এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার কসবা ইউপির কালইর যাদুপুর লাইন পাড়ার কসিমদ্দিনের ছেলে। নাচোল থানার ওসি ফাছির উদ্দিন জানান, বরই’র কার্টুনে বিশেষ কায়দায় ফেনসিডিলগুলো নাচোল থেকে ঢাকায় নেয়া হচ্ছিল। তিনি আরও জানান এ ঘটনায় জড়িত আটক আজিজুল হকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।