মঙ্গলবার ঃঃ-১৫.০৮.২০১৭
নাচোলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয়পতাকা অর্ধনমিতকরণ ও কাল ব্যাজধারণ, ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় শোকর্যালী, সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচিত্র প্রদর্শন, ১১টায় বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি শীর্ষক আলোচনাসভা এবং বেকার যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয় এবং বাদআসর উপজেলা মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অপর দিকে ইসলামিক ফাউন্ডেশন নাচোল উপজেলা শাখার আয়োজনে পৌরসভা মিলনায়তনে ও মুন্সি হযরত আলী উচ্চবিদ্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-উদ্যোগে জাতীয় শোকদিবসের সাথে সংগতি রেখে আলোচনসভা, কবিতা পাঠ, রচনা প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।