সোমবার :: ০২.০৪.২০১৮
নাচোলে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে নাচোল থানা পুলিশ। আটককৃত ৩ জনের মধ্যে ১ জন নারী ও ২জন পুরুষ। আটক নারী গোমস্তাপুরের নাজরাবাগ এলাকার মাইনুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম। আটক ২ জনের মধ্যে কাটারি পাড়া পাবনার মৃত ময়েজ উদ্দীন এর ছেলে রফিকুল ইসলাম রঞ্জু ও শিবগঞ্জের তেলকুপি লম্বা পাড়ার জেন্টু মিয়ার ছেলে কাশিম। গতকাল রাতে নাচোল রেলওয়ে স্টেশনের একটি ফলের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহমদ এবং ডিউটি অফিসার এএসআই হাফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এএস আই।