শুক্রবার :: ০৮.০৯.২০১৭
নাচোলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নেজামপুর একাদশ ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেছে। রানাস আপ হয়েছেন ধরইল শ্যামপুর একাদশ দল। পুরস্কার হিসেবে একটি ১৪ ইঞ্চি রঙ্গিন টিভি ও একটি স্মার্ট ফোন বিতরণ করা হয়েছে। আজ বিকেলে নেজামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নেজামপুর ইয়াং স্টার সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী সভায় ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য রয়েল বিশ্বাসসহ অন্যান্যরা।