বুধবার :: ২৮.০৩.২০১৮
নাচোলে এসডিজি বাস্তবায়ন বিষয়ে প্রত্যন্ত বরেন্দ্র অঞ্চলের জনগোষ্ঠীর অধিপরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিজ (বিসিএএস)এর আয়োজনে আজ নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ অধিপরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাইল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপক কুমার পালসহ অন্যান্যরা। কর্মশালায় বক্তাগণ বরেন্দ্র অঞ্চলের জনগোষ্ঠীর জীবন-জীবীকার টেকসই মানোন্নয়নে ক্ষরা সহিষ্ণু ফসল উৎপাদন, পুকুর, খাড়ি ও জলাশয়ে বৃষ্টির পানি সংরক্ষণ, কৃষি ও শিল্প-কলকারখানায় ভূ-উপরিস্থ পানির সুষ্ঠু ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।