নাচোলে পেস প্রকল্পের পেঁয়াজ বীজ বিতরণ

নাচোলে প্রোমোটিং এগ্রিকালচার কর্মাশিয়েলাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজ’স (পেস) প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫ নাচোল অফিসে উপকরণ বিতরণ করেন পেস প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ জহুরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন, পেস প্রকল্পের সহকারি ভ্যালুচেইন ফ্যাসিলেটর আব্দুল মোমিন, এসইপি প্রকল্পের এনভায়রনমেন্ট অফিসার ইকবাল মাহমুদ, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, ইউনিট-১৫ অফিসের হিসাবরক্ষক জসিম উদ্দিন, সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হকসহ অন্যরা। প্রয়াসের সদস্যদের মাঝে পেঁয়াজ বীজ, ছত্রাকনাশক, কীটনাশক ও প্রযুক্তি সহায়তা উপকরণ বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top