নাচোলে পুকুর খননকালে প্রায় ৬০ কেজি ওজনের কৃষ্ণপাথরের মূর্তি উদ্ধার

বুধবার :: ০৫.০৪.১৭

নাচোলে পুকুর খননকালে প্রায় ৬০ কেজি ওজনের কৃষ্ণপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গতরাত সাড়ে ৭টার দিকে উপজেলার ভাতসা গ্রামের পদ্মপুকুর থেকে নাচোল থানা পুলিশ এ মূর্তি উদ্ধার করে। নাচোল থানার ওসি ফাছির উদ্দিন জানান, স্থানীয় শ্রমিকরা পদ্মপুকুর নামক একটি পুকুর খননকালে এ মূর্তির সন্ধান পায়। পরে তারা থানায় খবর দিলে এসআই শ্যামল-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কৃষ্ণপাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সকালে স্থানীয়ভাবে পরীক্ষার পর মূর্তিটি কালোপাথরে তৈরী বলে নিশ্চিত করেন তিনি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …