বুধবার :: ০৫.০৪.১৭
নাচোলে পুকুর খননকালে প্রায় ৬০ কেজি ওজনের কৃষ্ণপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গতরাত সাড়ে ৭টার দিকে উপজেলার ভাতসা গ্রামের পদ্মপুকুর থেকে নাচোল থানা পুলিশ এ মূর্তি উদ্ধার করে। নাচোল থানার ওসি ফাছির উদ্দিন জানান, স্থানীয় শ্রমিকরা পদ্মপুকুর নামক একটি পুকুর খননকালে এ মূর্তির সন্ধান পায়। পরে তারা থানায় খবর দিলে এসআই শ্যামল-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কৃষ্ণপাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সকালে স্থানীয়ভাবে পরীক্ষার পর মূর্তিটি কালোপাথরে তৈরী বলে নিশ্চিত করেন তিনি।