রবিবার ঃঃ ০৬.০৮.২০১৭
নাচোলে পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত তানভীর নাচোল উপজেলার গনইর গ্রামের তহিদুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর ইউনিয়নের কাতলা কান্দর গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, তানভিরকে নিয়ে তার মা ১২দিন আগে বাপের বাড়ি কাতলা কান্দর গ্রামে বেড়াতে যায়। আজ দুপুরে তানভির বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলার সময় ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে যায়। তানভিরের মা বাড়ি ফিরতে দেরি দেখে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরে গিয়ে তানভিরকে উদ্ধার করে দ্রুত নাচোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।