নাচোলে নিয়মিত মামলাসহ ৩ জন আটক

বৃহস্পতিবার :: ১৯.০৪.২০১৮

নাচোলে নিয়মিত মামলাসহ ১৫১ ধারায় ৩ জনকে আটক করা হয়েছে। আজ ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাইতালী গ্রামের মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,পাইতালী গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে কামাল হোসেন এবং উত্তর সোগুনা গ্রামের জহরুল ইসলামের ছেলে জাহিদ হাসান। অপরদিকে পাইতালী গ্রামের আকমাল আলীর ছেলে মারুফ আলীকে ১৫১ ধারায় আটক করে নাচোল থানা পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, আটককৃত কামাল হোসেন ও জাহিদ হাসানের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং মারুফ আলীর বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …