রবিবার :: ১৮.০৩.২০১৮
নাচোলে দৈনিক ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে নাচোল প্রেস ক্লাব কার্যালয়ে প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিকের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাপূর্ব অলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন প্রধান অতিথি নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, নাচোল রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দিনকালের নাচোল প্রতিনিধি ইব্রাহীম বাবু, নাচোল সাংবাদিক এসোসিয়েশনের সদস্য সচিব সাজিদ তৌহিদ, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শিল্পী নিবাস বর্মনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে নাচোল প্রেসক্লাবের সভাপতি ও নাচোল সংবাদদাতা অলিউলহক ডলারের মুখে তুলে দেন।