সোমবার :: ০৯.০৪.২০১৮
নাচোল আজ থেকে শুরু হয়েছে গাভী পালন বিষয়ক দুদিনের প্রশিক্ষণ । প্রয়াসের ইউনিট-১৫ নাচোলে আজ সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার কামাল ও কৃষিবিদ হামিদ হোসেন এবং প্রোগ্রাম অফিসার টেকনিক্যাল ফিরোজ কবীর । প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য ও প্রানীসম্পদ ইউনিটের আওতায় এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গাভী পালনের উত্তম ব্যাবস্থাপনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রশিক্ষণের মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা।