নাচোলে ট্রলি চাপায় শিশু শিক্ষার্থী আহত

সোমবার :: ০৯.০৪.২০১৮

নাচোলে ট্রলি চাপায় সেবা শিং নামে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। সে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের শ্যামল শিং এর ছেলে। আজ বিকেলে নাচোল পৌর এলাকার উত্তর সাকোপাড়া স্থানীয় পাঠশালা একাডেমীর ৩য় শ্রেণীর শিশু শিক্ষার্থী। সিবা শিং বাড়ি ফেরার পথে নাচোল বাসস্ট্যন্ড গামী মাটি বঝোই দ্রুতগতির একটি ট্রলি পেছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা মুূমূর্ষু অবস্থায় শিশু সিবাকে উদ্ধার নাচোল হাসপাতালে করে। এদিকে নাচোল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু শিক্ষার্থী সিবার অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক সারোয়ার জাহান তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ট্রলির চালক মুরাদপুর গ্রামের সেতাউরের ছেলে সাকিল ট্রলিটি ফেলে পালিয়ে যায়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …