মঙ্গলবার::০৪:০৭:২০১৭
নাচোলে টেকসই মাটি ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের আয়োজনে টেকসই মাটি ব্যবস্থাপনা বিষয়ক এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২৭জন সাধারণ কৃষক-কৃষাণী, ২জন সারবিক্রেতা ও ১জন প্রদর্শনী চাষী অংশগ্রহন করেন। প্রশিক্ষণে প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করে উন্নত জাতের বীজ, আদর্শ বীজতলা তৈরী, সারিবদ্ধ রোপন ও বপন, সুষম সারব্যবহার, সেচ ব্যবস্থাপনা, আগাছা ও পোকা-মাকড় দমন, মাটির উর্বরতা সংরক্ষণ বিষয়ে স্বচিত্র তথ্য উপস্থাপন ও ধারণা প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি বিষয়ক আইএফডিসির বাংলাদেশ প্রতিনিধি ড. শাহারুক আহম্মেদ, ফিল্ড কো-অডিনেটর নাজমুল হক, নাচোল উপজেলা কৃষি উপ-সহকারি অমিনুল ইসলামসহ অন্যান্যরা।