শনিবার :: ৩১.০৩.২০১৮
নাচোলে মৌসুমের শুরুতেই কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে বোরো ধান, সব্জিক্ষেত ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল দিবাগত রাতে ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার উপরদিয়ে বয়ে যাওয়া প্রায় ২০মিনিটের স্থায়ী কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে বোরো ধান, সব্জিক্ষেত ও আমের প্রায় ৩০ ভাগ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার জানান, ঝড় ও শীলাবৃষ্টিতে বোরো ধান, সব্জির ও আমের ক্ষতির পরিমান ৫থেকে সবোর্চ্চ ১০ ভাগ হয়ে থাকতে পারে। তবে তিনি জানান, ফতেপুর ইউনিয়নের মির্জাপুর ব্লকে ৬’শ হেক্টর জমির মধ্যে সিংরইল গ্রামে প্রায় ৭০হেক্টর জমির বোরো ধান, আম ও সব্জিক্ষেতের একটু বেশী পরিমানে ক্ষতি হয়েছে।