বৃহস্পতিবার ঃঃ ২৩.০২.২০১৭
নাচোলে জেলা ক্রীড়াসংস্থার বার্ষিক বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলা পরিষদ মাঠে উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ১৯টি ইভেন্টের উপর দিনব্যাপি বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বাছাইয়ে উত্তীর্ণ ১৫জন প্রতিযোগীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য মনোনীত করা হয়েছে। প্রতিযোগী বাছাইয়ে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রকেট ও সদস্য নাচোল ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। প্রতিযোগীতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল মোকিম ও আবাসিক মেডিকেল কর্মকর্তা জাহাঙ্গির আলম।