বুধবার :: ০৬.০৯.২০১৭
নাচোল উপজেলায় রেললাাইনে থাকা ছাগল বাঁচাতে গিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনে কাঁটা পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম ববিতা খাতুন, সে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রেলস্টেশন পশ্চিম পাড়ার সোহেল রানার স্ত্রী। আমনুরা রেল স্টেশনের জিআরপি ফাঁড়ির এএসআই দুরুল ইসলাম জানান, রেল লাইনের পাশে বাড়ি হওয়ায়, ছাগল রেল লাইনে চলে গিয়েছিল, ছাগলটিকে তাড়ানোর সময় অসাবধানতাবসত, রেল লাইনের খুবই কাছে চলে আসে ববিতা। এই সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুর গামী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।