নাচোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু স্বামী-শশুরকে আটক করে জেল হাজতে প্রেরণ

মঙ্গলবার :: ১৩.০৩.২০১৮

নাচোলে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগে মৃতের স্বামী ও শশুরকে আটক করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার ওসি জোবায়ের আহাম্মদ জানান, মৃতের স্বামীর লোকজন জানিয়েছে, গতকাল উপজেলার গুঠইল গ্রামের এরফান আলীর ছেলে মোশাররফ হোসেনের স্ত্রী শাহানাজ কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। শাহানাজের স্বামীর লোকজন ওইদিন তার চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত গতকাল দিবাগত রাতে গৃহবধু শাহানাজ মারা যায়। ওইদিন রাজশাহীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়। কিন্তু মৃতের পিতা গোমস্তাপুর উপজেলার ১নং কাঞ্চনতলা বোয়ালীয়া গ্রামের আসলাম আলী তার মেয়ের কীটনাশক পানে মৃত্যু না মেনে বাদী হয়ে আজ নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে নাচোল থানার এসআই রেজাউল করিম মৃতের শশুর গুঠইল গ্রামের মোশাররফ হোসেন ও স্বামী আব্দুল মালেককে নিজ বাড়ী থেকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …