সোমবার::১৩.০২.২০১৭
নাচোল সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংহতি শান্তি ও প্রতিষ্ঠায় প্রচার অভিযান শীর্ষক সাধারণ জ্ঞান, কুইজ রচনা প্রতিযোগীতা ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউ পি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা আসুস এর বাস্তবায়নে দিন ব্যাপি বিভিন্ন ইভেন্ডর উপর ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন আসুস এর নির্বাহী পরিচালক রাজকুমার সাওসহ অন্যান্য শিক্ষক বৃন্দ। পরে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।