বুধবার ঃঃ ২৯.০৩.২০১৭
নাচোলে খরিফ মৌসুমে কৃষকের মাঝে আউশ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হকের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হুদা ও নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ অন্যান্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার জানান, আউশ ও নেরিকা ধানে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৫শ’ ৫৫জন কৃষক এরমধ্যে আউশ জাতের ৫শ’ ৩৫জন ও নেরিকা জাতের ২০জন তালিকাভূক্ত কৃষকের মাঝে বীজ, সার, সেচ ও আগাছাদমন বাবদ ৭ লাখ, ৬৫ হাজার ৭শ’ টাকা বিতরণ করা হয়েছে। আউশ প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং সেচ ও আগাছা দমন সহায়তা বাবদ ৪শ’ টাকা অপরদিকে, নেরিকা জাতের ২০ জন কৃষকের মাঝে সারসহ ১০ কেজি বীজ, সেচ ও আগাছা দমন সহায়তা বাবদ ৮শ’ টাকা কৃষকের নিজস্ব মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …