মঙ্গলবার :: ০৫-০৯-২০১৭
নাচোলে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিশ্ববিদ্যালয় ভর্তির দিক নির্দেশনামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি এ সংবর্ধনার আয়োজন করেন। আজ সকাল ১০ টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল সরকারী কলেজের অফিসার ইনচার্জ এ্যাডভোকেট হাফিজুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, রাজশাহী কলেজ ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক তোফায়েল আহম্মেদ, কসবা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানসহ অন্যান্যরা। সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।