বৃহস্পতিবার ঃঃ ০৯.০৩.২০১৭
নাচোলে কমিউনিটি পুলিশিংয়ের, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, জনপ্রতিনিধি ও স্কুল-কলেজ ও মাদ্রসার শিক্ষক এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে উপজেলার ৩নং নাচোল ইউপি মিলনায়তনে অফিসার ইন্চার্জ ফাছির উদ্দিন-এর সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিঅইজি কার্য়ালয়ের এসআই আইনাল হক, ইউপি চেয়ারম্যান ইনায়েতুল্লাহ, সহকারি অধ্যাপক ইয়াহিয়াসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাচোল থানার ওসি তদন্ত মাহাতাব উদ্দিন।