নাচোলে উফশী আউশ ও নেরিকা আউশ প্রণোদনা কর্মসূচীর উদ্বোধণ

বৃহস্পতিবার :: ২২.০৩.১৮

নাচোলে উফশী আউশ ও নেরিকা আউশ প্রণোদনা কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা একর্মসুচীর উদ্বোধণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। উপজেলা কৃষিকর্মকর্তা সত্যেন কুমার জানান, চলতি উফসি আউশ নেরিকা আউশ মৌসুমে ১২’শ জনকে এই প্রনোদনা দেয়া হচ্ছে। এর মধ্যে ১১’শ জনকে উফশি আউশ ও ১’শ জনকে নেরিকা আউশ এর প্রনোদনা দেওয়া হচ্ছে।

এতিকে নাচোলে বিত্তহীন ৩৪টি পরিবারের মাঝে বিনামূল্যে ১ বান্ডিল করে ঢেউটিন ও নির্মাণ ব্যয়ের ৩হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়েছে। আজ দুপুরে উপজেলা চযত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে স্থানীয়ভাবে তালিকাভুক্ত উপজেলার ৩৪টি বিত্তহীন পরিবারের মাঝে এ ঢেউটিন ও নির্মাণ সহায়তার অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খায়রুল আলমসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …