বৃহস্পতিবার :: ১৪.০৯.২০১৭
নাচোলে সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধ এবং শান্তি-সহিষ্ণু সমাজগঠনে ধর্মীয়নেতাদের ভূমিক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র পিস কনসোর্টিয়ামের আওতায় অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা আসুস এর আয়োজনে এলাকার ৩০জন ধর্মীয়নেতার অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সকালে উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে ইউপি চেয়ারম্যান আমিনুল হকের সভপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও। সামাজিক সহিংসতা ও উগ্রপন্থা প্রতিরোধ এবং ধর্মীয় মূল্যবোধের মধ্যদিয়ে যুব মানস ও সহিষ্ণু সমাজ গঠনে ধর্মীয়নেতাদের করনীয় বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উত্থাপন করেন সাংবাদিক আব্দুস সাত্তার ও মাওলানা এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আসুসের প্রোগ্রাম সমন্বয়কারী আয়েশা খাতুন।