নাচোলে উগ্রপন্থা প্রতিরোধ ও সহিষ্ণু সমাজ গঠনে ধর্মীয়নেতাদের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার :: ১৪.০৯.২০১৭

 

নাচোলে সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধ এবং শান্তি-সহিষ্ণু সমাজগঠনে ধর্মীয়নেতাদের ভূমিক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র পিস কনসোর্টিয়ামের আওতায় অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা আসুস এর আয়োজনে এলাকার ৩০জন ধর্মীয়নেতার অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সকালে উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে ইউপি চেয়ারম্যান আমিনুল হকের সভপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও। সামাজিক সহিংসতা ও উগ্রপন্থা প্রতিরোধ এবং ধর্মীয় মূল্যবোধের মধ্যদিয়ে যুব মানস ও সহিষ্ণু সমাজ গঠনে ধর্মীয়নেতাদের করনীয় বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উত্থাপন করেন সাংবাদিক আব্দুস সাত্তার ও মাওলানা এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আসুসের প্রোগ্রাম সমন্বয়কারী আয়েশা খাতুন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …