নাচোলে ইয়াবা ও গাঁজাসহ আটক ২জন

শুক্রবার :: ২০.০৪.২০১৮

নাচোলে ইয়াবা ও গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। নাচোল থানার এএসআই হাফিজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বান্দ্রা গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে একই গ্রামের মুনিরুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মোশারফ হোসেনের ছেলে শাহিন আলমকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অপরদিকে এসআই আখের আলী জানান, কসবা ইউনিয়নের কালইর গ্রামের মৃত শামসুল হকের ছেলে রফিকুল ইসলামকে ১শ’ গ্রাম গাঁজাসহ একই গ্রামের গিয়াসউদ্দিনের বাড়ির সামনে থেকে আটক করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, আটককৃত শাহিন আলম ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …