শুক্রবার :: ১০.০১.২০২০।
আজ নাচোলে প্রথমবারের মত স্বেচ্ছাসেবী সংগঠন ইংলিশ লারনার্স সোসাইটি (ইএলএস) এর উদ্যোগে “ফাস্ট ইংলিশ অলিম্পিয়াড ২০২০”অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২’শ ২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে নাচোল মহিলা কলেজে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অলিম্পিয়াড শুরু হয়। কুইজ টেস্ট, স্পেলিং টেস্ট এবং ওরাল টেস্টের মাধ্যমে দু গ্রæপে পাঁচজন করে শ্রেষ্ঠ অলিম্পিয়াড বিজয়ী নির্বাচন করা হয়। অলিম্পিয়াডে বিচারকের দায়িত্ব পালন করেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আজাহার আলী, ইসলামউদ্দিন এবং বিএম ফাজিল মাদ্রাসার প্রভাষক, আবুল মাজেন। ইএলএস’র সাবেক সভাপতি এবং নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. মনিমুল হক।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রোমেনপ্লাস রাজশাহীর সিইও রোমেন্টু চাকমা। বিশেষ অতিথি ছিলেন ইএনও সাবিহা সুলতানা, অধ্যক্ষ নাচোল সরকারি কলেজ হাফিজুর রহমান, অধ্যক্ষ নাচোল মহিলা কলেজ ওবাইদুর রহমান, মেয়র আব্দুর রশিদ খান, সমাজ সেবা কর্মকর্তা আল গালিব। ইএলএস প্রচার সম্পাদক সাকিব মাহমুদ ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আল যুবায়ের অয়নের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ইএলএস সাধারণ সম্পাদক নাচোল সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা তৌহিদুল ইসলাম।