সোমবার :: ১২.০২.২০১৮
নাচোলে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মার্তভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নিসহ অন্যান্যরা। এসময় শিক্ষক, সাংবাদিক, ইমাম, কাজী, এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সেইদিনের কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে পৃথক পৃথক কমিটি গঠন করা হয়।