সোমবার :: ০৯.১২.২০১৯।
নাচোলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” প্রতিপাদ্যে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় পালিত কর্মসূচীর মধ্যে রয়েছে, জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনাসভা। এতে স্থানীয় স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী-শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ উপলক্ষ্যে আজ সকালে নাচোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি অবঃ সহকারি শিক্ষক একরামুল হক, নাচোল উপজেলা কৃষি অফিসার বুলবুল আহাম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা খাদিজা খাতুন, নেজামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুদ্দিন, নাচোল ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুস সাত্তারসহ অন্যরা।