নাচোলে আইন শৃংখলা ও ২১ ফেব্রুয়ারীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

সোমবার::১৩.০২.২০১৭

 

নাচোলে আইন শৃংখলা ও ২১ ফেব্রুয়ারীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নইম মুন্নি, সহকারী ভূমি কমিশনার পাপিয়া সুলতানা, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান,নাচোল থানার ওসি তদন্ত মাহাতাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমানসহ অন্যান্যরা। উপজেলার আইন শৃংখলা বিষয়ে, মাদক, মোটর সাইকেল চুরিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …