নাচোলে অনুষ্ঠিত জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় জয়লাভ করেছে সমবায় ক্রিড়াচক্র।

বুধবার::০৭.১২.২০১৬

নাচোলের গোপালপুর নিমতলা মাঠে অনুষ্ঠিত জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় জয়লাভ করেছে সমবায় ক্রিড়াচক্র। আজ তারা ৮ উইকেটে ফুটন্ত কলি ক্রিকেট দলকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফুটন্তকলি ক্রিকেট দল নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করে বাবু এবং সমবায় ক্রিড়াচক্রের আসলাম ১৫ রানে ৩ উইকেট লাভ করে। ৬৯ রানের জবাবে সমবায় ক্রিড়াচক্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পোঁছে যায়। দলের হয়ে পারভেজ সর্বোচ্চ ২৫ রান করে এবং ফুটন্তকলি দলের বাবু ১৫ রানে ২ টি উইকেট লাভ করে। পারভেজ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। আগামীকালকের খেলায় মুখোমুখি হবে সমবায় ক্রিড়াচক্র বনাম হিরো ক্লাব।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …