বুধবার::০৭.১২.২০১৬
নাচোলের গোপালপুর নিমতলা মাঠে অনুষ্ঠিত জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় জয়লাভ করেছে সমবায় ক্রিড়াচক্র। আজ তারা ৮ উইকেটে ফুটন্ত কলি ক্রিকেট দলকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফুটন্তকলি ক্রিকেট দল নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করে বাবু এবং সমবায় ক্রিড়াচক্রের আসলাম ১৫ রানে ৩ উইকেট লাভ করে। ৬৯ রানের জবাবে সমবায় ক্রিড়াচক্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পোঁছে যায়। দলের হয়ে পারভেজ সর্বোচ্চ ২৫ রান করে এবং ফুটন্তকলি দলের বাবু ১৫ রানে ২ টি উইকেট লাভ করে। পারভেজ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। আগামীকালকের খেলায় মুখোমুখি হবে সমবায় ক্রিড়াচক্র বনাম হিরো ক্লাব।