নাচোলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

শনিবার ২৫.০২.২০১৭

আজ সকালে নাচোল উপজেলার নাসিরাবাদ গ্রামের রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর অজ্ঞাত ওই মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করে তার পরিবার। নাচোল থানার ওসি ফাসির উদ্দিন জানান, অজ্ঞাত মৃত ব্যক্তি নাচোল পৌর এলাকার চেয়ারম্যানপাড়ার মৃত মোজাহার আলীর ছেলে মাইনুল ইসলাম। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর মাধ্যমে তার পরিবারের সদস্যদের হাতে লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …