মঙ্গলবার :: ১৩.০৩.২০১৮
পরিবার পরিকল্পনা, নব-দম্পতি এবং কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নামো সুন্দরপুর স্যাটেলাইট ক্লিনিকে রেডিও মহানন্দার আয়োজনে, ইউকেএআইডির অর্থায়নে, আইপাস বাংলাদেশ এবং বিএনএনআরসি সহযোগিতায়, উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি পরিচালনা করেন সুন্দরপুর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারি নিলুমা খাতুন । এসময় উঠান বৈঠকে কিশোর-কিশোরী ও নবদম্পতিদের প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ, পরিবার পরিকল্পনা এবং মা শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।