নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বৃহস্পতিবার :: ১৯.০৪.২০১৮
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বার্ষিক ক্রীড়া, মেধা বৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমেটির সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক মার্জিনা হক, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব রেজাউল করিম, খাইরুল ইসলাম, মাহিদুর রহমান, প্রাত্তনছাত্র লেলিন প্রামানিকসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিত চট্টোপাধ্যায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …