নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

বুধবার :: ২১.০৩.২০১৮

চাঁপাইনবাবগঞ্জ সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্কুলের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহনাজ বেগমের সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক নিলুফার ইয়াসমিন, শিক্ষক খাইরুল ইসলাম, স্কুলের কম্পিউটার অপারেটর মাহিদুর রহমানসহ অন্যরা। সমাবেশে বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, স্কুলের পাশাপাশি ছেলে মেয়েরা বাড়িতে ঠিকমত পড়াশুনা করছে কি না খেয়াল রাখতে হবে। রাতের বেলা সন্তান যেন বাড়ির বাইরে না যায় সে ব্যাপারেও সজাগ থাকার জন্য বলেন বক্তারা। সন্তানদের নিয়মিত যেন মনিটরিং করা হয় সে জন্য অভিভাবকগণকে পরামর্শ দেন স্কুলের প্রধান শিক্ষক হাসিনুর রহমান। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমিত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সমাবেশে ছাত্র ছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …