নতুন রেকর্ড গড়লেন রোনালদো।

রবিবার ঃঃ ২৫.০৬.২০১৭
নিউজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে কনফেডারেন্স কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে পর্তুগাল। এ জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। পর্তুগালের হয়ে গোল করেছেন সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন সিআর সেভেন। এ গোল দিয়ে নতুন রেকর্ড গড়েছেন রোনালদো। প্রতিদ্বন্দ্বিমূলক ম্যাচে ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে সব থেকে বেশি গোল করার নতুন রেকর্ড রোনালদোর। ৬০টি গোল করেছেন ৩২ বছর বয়সি এ ফুটবলার। তবে ফ্রেন্ডলি ম্যাচসহ হিসেব করলে রোনালদো রয়েছেন দুইয়ে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …