নতুন কীর্তি গড়লেন তুষার ইমরান

শুক্রবার :: ১৩.০৪.২০১৮

তুষার ইমরান, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে। এবার নতুন এক রেকর্ড গড়লেন তুষার। নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। এক ম্যাচেই তুলে নিয়েছেন জোড়া সেঞ্চুরি। বিসিএলে চতুর্থ রাউন্ডের দক্ষিণাঞ্চলের হয়ে ম্যাচের প্রথম ইনিংসে করেছিলেন ১৩০ রান। শেষ দিন আজ সিলেটে পূর্বাঞ্চলের বিপক্ষে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন তুষার। ৪৬ রান নিয়ে দিন শুরু করে ১২ চার ও ২ ছক্কায় ১৪৫ বলে ১০৩ রান করেন। তুষার অবশ্য আউট হননি; অসুস্থ হয়ে অবসর নিয়েছেন। এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির এই রেকর্ড তুষারের ক্যারিয়ারে প্রথমবার।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …