রবিবার::০৭::০৫::২০১৭
নওগাঁর নিয়ামতপুরে খামার যন্ত্রপাতিকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রকল্প দ্বিতীয় পর্যায় এর আওতায় কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় টিএলবি মায়ামারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষক মতিউর রহমানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মো. ওয়াহেদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি প্রকৌশলী এ,কে,এম মাজাহারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস.এম মারুফ বিন রশিদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সফিউল হকসহ অন্যান্যরা। মাঠ দিবসের আলোচনা শেষে উপস্থিত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি প্রদর্শণ করা হয়।